দুই বিদেশি হত্যা: পোশাকশিল্পে প্রভাব পড়বে না

আপডেট: ২০১৫-১০-২২ ১৯:৩৮:৪১


muhit-7_87857দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় পোশাকশিল্পে প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ওটা ছিল বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে এমন কোনো অবস্থা তৈরি হয়নি যে, বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সঙ্গে যে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে তা বাংলাদেশ পূরণ করেছে।

গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নূরুল ইসলাম। মো. শামছুল ইসলাম ও অরুন দেবনাথ সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাখন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায় প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক আবদুল আজিজ, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ