অলিম্পিকে সোনার রেকর্ড গড়লেন ফেলপস

প্রকাশ: ২০১৬-০৮-১২ ১১:১৯:০০


Olimpic-newঅলিম্পিকে এক নতুন ইতিহাসের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন মাইকেল ফেলপস। চলতি রিও অলিম্পিকে চতুর্থ ও অলিম্পিকে ২২তম সোনা অর্জন করেছেন ফেলপস। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে সোনা জয় করলেন এই আমেরিকান সাঁতারু।

এরই মধ্য দিয়ে অলিম্পিকে রেকর্ডও গড়লেন ফেলপস। একমাত্র খেলোয়াড় হিসেবে অলিম্পিকের একই ইভেন্টে টানা চারটি সোনা জয়ের রেকর্ড সেটি।

১ মিনিট ৫৪.৬৬ সেকেন্ডে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে সাঁতার শেষ করেন ফেলপস। এছাড়া জাপানের কাসুকো হ্যাগিনো (১ মিনিট ৫৬.৬১ সেকেন্ড) রৌপ্য এবং চীনের সান ওয়াং (১ মিনিট ৫৭.০৫) ব্রোঞ্জ জয় করেন।

সব মিলিয়ে এবারের আসরে ৩১ বছর বয়সী ফেলপসের দুটি ব্যক্তিগত ও দুটি দলীয় সোনা জেতা হলো। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।

বর্তমানে সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা সব মিলিয়ে ১৮টি পদক নিয়ে ফেলপসের পরে আছেন। সোনার পদকের হিসেবে তো ফেলপস একজন নক্ষত্র। তার ধারেকাছেই কেউ নেই।

সানবিডি/ঢাকা/আহো