আবারো মার্কিন বিমানবন্দরে আটকানো হল শাহরুখকে
প্রকাশ: ২০১৬-০৮-১২ ১১:৩৮:১৮

আবারো মার্কিন বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে। এ বার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটকান মার্কিন ইমিগ্রেশন দফতরের অফিসাররা।
এই ঘটনায় নিজের বিরক্তি চেপে রাখতে পারেননি শাহরুখ। ট্যুইটারে তিনি লিখেছেন, “আমি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন বুঝি এবং সম্মান করি। তবে এ ভাবে প্রত্যেক বার মার্কিন ইমিগ্রেশন দফতর আটকালে খুবই বিরক্ত লাগে।”
এর আগে ২০০৯-এর অগাস্টে শাহরুখকে আটকানো হয় নিউ জার্সিতে। এর পর ২০১২-র এপ্রিল৷ নীতা আম্বানির সঙ্গে একটি প্রাইভেট জেট-এ নিউ ইয়র্কে পৌঁছনোর পর সেখানকার ইমিগ্রেশন দফতরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয় বলিউড বাদশাকে।
মার্কিন বিমানবন্দরে তাঁর সঙ্গে ঘটা একের পর এক এই ঘটনায় সাম্প্রতিক অতীতে এক সাক্ষাত্কারে শাহরুখ বলেছিলেন, “যখনই আমার মধ্যে অহংকার বোধ খুব বেড়ে যায়, আমি মার্কিন সফরে চলে যাই। সেখানকার ইমিগ্রেশন দফতর আমার মধ্যে থেকে থেকে আমার স্টারডাম ছুটিয়ে দেয়।”
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













