তীব্র তাপপ্রবাহের কারণে ধানের ক্ষতি রোধে চাষিদের করণীয় বিষয়ে আগাম সতর্কবার্তা জানিয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডি'র আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ রাজধানী ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে।
এমতাবস্থায় এসব এলাকায় ধানে তাপপ্রবাহের (হিটওয়েভ) আগাম সতর্কবার্তা জানিয়ে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
পরামর্শসমূহ হলো:
১. তাপ প্রবাহ থেকে ধান রক্ষার জন্য জমিতে সর্বদা ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখুন। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়।
২. এ অবস্থায় শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেনটিভ হিসেবে বিকাল বেলা ট্রুপার ৮ গ্রাম/১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম/১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে।
৩. ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে ৬০ গ্রাম থিওভিট, ৬০ গ্রাম পটাশ ও ২০ গ্রাম জিংক ১০ লিটার পানিতে সমভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
বিএইচ