স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না: পররাষ্ট্রমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০৪ ১৫:৩৯:৪৭

ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ইসরায়েলের এই হামলা এই বর্বরতা, নৃশংসতা মানুষ হত্যার মহোৎসব থামছেই না। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। যেটি কল্পনার বাহিরে। এই হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার পরেও তারা হামলা করেছে। গতকালের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে। পশ্চিমা বিশ্ব ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম থাকবো।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













