সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলে যৌথ অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০৬ ১৩:৫৪:৩৮


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোনো অবস্থাতেই পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপোস করা হবে না, সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের সদস্যদের নির্মূল করতে যৌথ অভিযান চালানো হবে।

শনিবার (৬ এপ্রিল) সকালে বান্দরবানের রুমা উপজেলায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে গিয়ে ব্যাংক ডাকাতি ও থানায় হামলাসহ বিভিন্ন বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অবহিত হন।

গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফের অস্ত্রধারীরা। তারা পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যায়। বৃহষ্পতিবার রাতে মুক্ত করা হয় ম্যানেজারকে। ওই রাতেই সন্ত্রাসীরা থানা ঘেরাও করে হামলা চালালে, পুলিশের সাথে তাদের গোলাগুলি করা হয়। ওই ঘটনার পর থেকে বান্দরবানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এম জি