কুকিচীন বিষয়ে সরকার শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলবও ব্যর্থ হবে। বিএনপির আন্দোলনের কোনো সক্ষমতা নেই।
রোববার (৭ এপ্রিল) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলেও বিএনপি নিজেরাই ভোট ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনের ব্যর্থতার দায় কি সরকার নেবে? সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, বিএনপি এখন নতুন নতুন ইস্যু খুঁজছে।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলন এবং আইনি লড়াই দুটোতেই পরাজিত হয়েছে বিএনপি। তাই তার শারীরিক অবস্থার জন্যও বিএনপিই দায়ী। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আবারও প্রশ্ন তোলেন তিনি।
উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিরা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। মেয়াদ শেষে নির্ধারিত সময়েই আওয়ামী লীগের সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এম জি