যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক খাবারের দোকানে ডাকাতির সময় ডাকাতের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার এ ঘটনার পরপরই ফ্লোরিডার সংবাদমাধ্যমে এ খবর প্রচারিত হয়। পরে পুলিশও বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘাতক ডাকাতদের ধরতে পুলিশ বেশ তৎপর হয়ে কাজ করে যাচ্ছেন। জানা গেছে ওই নিহত বাংলাদেশির নাম মুসতাক আহমেদ। তিনি ওই দোকানের একজন কর্মী ছিলেন।
টমাস গিলার্ড নামের ফ্লোরিডার সার্ভিং পুলিশ বিভাগের এক পুলিশ সার্জেন্ট ঘটনার পর দেয়া এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
নিহত ৫৯ বছর বয়সী মুশতাক আহমেদের বাড়ি বাংলাদেশের ঠিক কোন অঞ্চলে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তিনি ফ্লোরিডার ওই দোকানে মাত্র তিন সপ্তাহ আগেই কাজ নিয়েছিলেন। ফ্লোরিডাতেই স্ত্রী সন্তানসহ বসবাস করতে।
দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে পুলিশ অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কালো লেদার জ্যাকেট এবং নীল জিন্স পরা ওই দুষ্কৃতিকারীর উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মত হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের অনুসন্ধানী দল। তার মাথা হুড দিয়ে ঢাকা ছিল তাই তাকে এখনও পর্যন্ত সঠিকভাবে সনাক্ত হয়নি। তবে সার্ভিং পুলিশ তাদের সর্বাত্মক চেস্টা করে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৯ আগস্ট ৫৫ বছর বয়সী শহিদুল আলম নামে আরেক বাংলাদেশিকেও গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতিকারীরা।