‘ধরকন’ রোম্যান্সে তিন সারথী ফাওয়াদ-শ্রদ্ধা-সূরজ

প্রকাশ: ২০১৬-০৮-১৪ ১৬:৪৯:০০


dhardkan২০০০ সালের ‘ধড়কন’ ছবির কথা আপনাদের মনে আছে নিশ্চয়! হ্যাঁ ঠিকই ধরেছেন, ধর্মেশ দর্শন পরিচালিত অক্ষয়-শিল্পা অভিনীত ছবি ‘ধরকন’এর কথাই বলা হচ্ছে৷সূত্রের খবর খুব তাড়াতাড়ি আবার রুপোলি পর্দায় দেখা মিলবে ‘ধরকন’ রোম্যান্সের। তৈরি হতে চলেছে ‘ধরকন’ সিক্যুয়েল৷ বলিঅন্‌দরের খবর, এখানে দেখা মিলবে একেবারে নতুন জুটির৷ এখন পর্যন্ত যা শোনা গিয়েছে তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সুরজ পাঞ্চোলি, ফাওয়াদ খান৷ সঙ্গে শ্রদ্ধা কাপুর।

২০০০ সালের বক্স-অফিস হিট সুনীল শেঠি, অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও মহিমা চৌধুরি ত্রিকোণ প্রেমের কাহিনি ‘ধরকন’৷ সেই রেস অব্যাহত রেখেই পর্দায় আবার দেখা মিলবে ‘ধড়কন ২-এর৷ তবে ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও কিছু জানা যায়নি৷ কোন খাতে বইবে ছবির গল্প সেই বিষয়েও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি৷

তবে সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির কাজ৷ আগামী বছরে নাকি মুক্তি পাবে ‘ধরকন-২’৷ যদিও ছবি সম্পর্কে প্রকাশ্যে কেউ কিছুই জানাননি ৷তাই যেই ধরকনের রোম্যান্স মন ভড়িয়েছিল সিনে প্রেমীদের সেই ছবির সিক্যুয়েল কি পারবে আবার দর্শক মনে দাগ কাটতে সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, এই ছবিতে ভিলেনের চরিত্রের জন্য সেরা খলনায়ক হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন সুনীল শেঠি।

সানবিডি/ঢাকা/এসএস