ডেঙ্গু আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-১৫ ১৭:১৬:৪০
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, মানুষের রোগ না হোক এটাই চাওয়া। তবে কেউ ডেঙ্গু আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সরকারি হাসপাতালগুলোয় ঈদের ছুটিতে সেবার কোনো ঘাটতি হয়নি। সেবা না পাওয়ার কোন অভিযোগ মেলেনি। প্রান্তিক এলাকার জনগণও সেবা পেয়েছে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতেও অনেক হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। স্যালাইনের যে সংকট ছিলো সেটা নিয়ে কাজ চলছে। আগামীতে এমন কোনো সংকট হবে না বলেও প্রত্যাশা করেন তিনি।
এম জি