‘ত্রিপল এক্স’-এ অভিনয় করতে চাননি দীপিকা!

প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৩:২৪:৪৭


Dipika‌‌‘ত্রিপল এক্স: দ্য রিটার্ন অব স্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে জগতে প্রবেশ করছেন দীপিকা পাড়ুকোণ। আর এ নিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। কিন্তু প্রথমে নাকি এই ছবিতে চুক্তিবদ্ধ হতে চাননি দীপিকা!
এইচটি ক্যাফেকে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোণ বলেছেন, প্রথমে আমার মনে হয়েছিল আমি এর (আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা) জন্য প্রস্তুত হইনি। আমি এর আগেও ছবির জন্য প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার কাছে সেগুলো সঠিক মনে হয়নি। আমি সবসময় আমার হৃদয়ের কথা শুনি। আগে যেসব ছবির প্রস্তাব পেয়েছি সেগুলো আমাকে টানেনি।
‌‘ত্রিপল এক্স’ সিরিজের তৃতীয় ছবি ‘ত্রিপল এক্স: রিটার্ন অব স্যান্ডার কেজ’। ছবিটিতে সেরেনা আনঙ্গারে চরিত্রে অভিনয় করেছেন দীপিকা যিনি স্যান্ডার কেজের প্রেমিকা। খবর: ওয়ান ইন্ডিয়া।
সানবিডি/ঢাকা/এসএস