টেনিসে মেয়েদের দ্বৈতে সোনা রাশিয়ার

প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৭:২১:২৯


Hingisপাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্টিনা হিঙ্গিস ও তার সুইস সঙ্গী তিমেয়া বাচসিন্সকিকে হারিয়ে মেয়েদের দ্বৈত টেনিসে স্বর্ণ পদক জয় করে নিলেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা। রবিবার ফাইনালে রুশ জুটি ৬-৪, ৬-৪ গেমে হারায় হিঙ্গিস জুটিকে।
ব্রোঞ্জ জিতেছে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা ও বারবোরা স্ত্রিসোভা জুটি। অল চেক ব্রোঞ্জ পদকের ম্যাচে তারা ৭-৫, ৬-১ গেমে হারায় আন্দ্রেয়া হালাভাচকোভা ও লুসি হারাদেক জুটিকে।