বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
গোপনে নতুন ওএস ফিউশা তৈরি করছে গুগল
প্রকাশিত - আগস্ট ১৫, ২০১৬ ৫:২৯ পিএম

অ্যান্ড্রয়েড আর ক্রোম এর পাশাপাশি 'ফিউশা' নামে গোপনে আরেকটি নতুন অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে গুগল।
অনলাইনভিত্তিক প্রকল্প হোস্টিং সেবা গিটহাবে পোস্ট করা তথ্য বিশ্লেষণ করে নতুন ওএসের বিষয়ে তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। তাদের দাবি, নতুন এই অপারেটিং সিস্টেম তৈরিতে উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত বা ওপেন সোর্সভিত্তিক জনপ্রিয় লিনাক্স কার্নেল ব্যবহার করছে না মার্কিন প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে নতুন এই অপারেটিং সিস্টেম তৈরি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।
সূত্রের খবরে প্রকাশ, নতুন ম্যাজেন্টা কার্নেলে তৈরি এ ওএসটি ইন্টারনেট অব থিংস (আইওটি) সিস্টেমের জন্য তৈরি করা। তবে এটি স্মার্টফোন ও ডেস্কটপ কম্পিউটারেও ব্যবহার করা যেতে পারে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.