হিজরা আজাদ আবুল কালামের সঙ্গী প্রভা!
প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৯:৪১:৩২

নাটকের প্রয়োজনে তো কতোরকম চরিত্রেই অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। মঞ্চে কিংবা টিভি-সিনেমার পর্দায় নানা চরিত্রে দেখা গেছে তাকে। এবার অভিনয় করলেন হিজড়া চরিত্রে।
সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’য় হিজরা চরিত্রে দেখা যাবে তাকে। এই চরিত্রটির নাম নিমাই। ধারাবাহিকটিতে যৌনকর্মী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রভা। তারই অন্যতম সহযোগী নিমাই।
সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে। ১০০ পর্বের এই ধারাবাহিক নাটকটি ৪০পর্ব প্রচারিত হয়েছে। এতে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, ইশরাত নিশাত, মামুনুর রশীদ, মুনিরা মিঠু, ইন্তেখাব দিনার, নওশীন, প্রভা, মৌসুমী হামিদ, সাদিকা স্বর্ণাসহ অনেকে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













