

স্বপ্ন ছোঁয়ার অনেক কাছাকাছি চলে এসেছে ব্রাজিল। অনেক কাছাকাছি চলে এসেছেন নেইমারও। যাকে ঘিরে অলিম্পিক স্বপ্ন দেখছে ব্রাজিল। কলম্বিয়াকে দু’গোলে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে উঠে এসেছে স্বাগতিকরা।
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হন্ডুরাস। সেমিতে জিতলেই ফাইনাল। সে ক্ষেত্রে অনেকখানি রাস্তা এগিয়ে গিয়েছে পেলের দেশ। তবে শেষ পর্যন্ত যাতে কোনও পরিস্থিতিতে সোনা ফসকে না যায় তার জন্য সতর্ক নেইমার। কি বলছেন বার্সেলোনার তারকা ফুটবলার? নেইমার বলেন, ‘আমরা এই স্বপ্নই দেখছিলাম। পথটা সহজ ছিল না, তবে আমাদের সোনা চাই।’
কলম্বিয়া ছিল নেইমারের সামনে অনেক বড় একটি বাধা। এই বাধা পার হতে পারলেই ব্রাজিলের পথ পরিষ্কার। সে বাধা আপাতত কেটে গেছে। বরং, কলম্বিয়ার বিপক্ষে নেইমার যে খেলা দেখিয়েছেন, তাতে তার সতীর্থরা তো মনে করছেন, স্বর্ণ পদকটা এবার তাদেরই।
ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসাস বলছেন, ‘কলম্বিয়ার বিপক্ষে পুরো দলকেই সহযোগিতা করেছেন তিনি। সবাই জানে তিনি একজন তারকা এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণও বটে।’
ব্রাজিলের অলিম্পিক কোচ রোজারিও মিকালে বলেন, ‘নেইমার তো নিজেকে যেন পুরো ঢেলে দিয়েছেন। পুরো প্রথমার্ধ বলতে গেলে তিনি একাই খেলেছেন। অধিনায়ক হিসেবেও তিনি ছিলেন অনেক পরিণত।’
অলিম্পিক দলে নেইমারের প্রতিপক্ষ লুয়ান বলেন, ‘নেইমার হচ্ছেন খুব অভিজ্ঞ একজন ফুটবলার। তিনি আমাদের প্রচুর সহযোগিতা করছেন। ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রন নিজের কাছে নিয়ে আসেন তিনি। ম্যাচের পুরো চাপটা নিজের ওপর নিয়ে আমাদের ফ্রি করে দেন তিনি। আমাদের জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
সানবিডি/ঢাকা/আহো