

চিত্রনায়ক শুভ ও কিশোরগঞ্জের তরুণী সিমুন এবার একসঙ্গে গান গাইলেন। ১২ই আগস্ট শুভ-জলি অভিনীত ‘নিয়তি’ ছবিটি সারা দেশে মুক্তি পেয়েছে। স্যাভির সংগীতায়োজনে এ ছবিতে জনপ্রিয় একটি গান নতুন করে গেয়েছেন ইমরান ও ন্যান্সি।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল, এ গানটিতে এবার শুভ কণ্ঠ দেবেন এবং মেয়ে কণ্ঠটি খুঁজে নেয়া হবে। পরে বিভিন্ন জনের পাঠানো ভয়েস যাচাই করে নির্বাচন করা হয় কিশোরগঞ্জের তরুণী সিমুনের কণ্ঠ। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, গানটি অসাধারণ গেয়েছেন সিমুন।
এরই মধ্যে ভক্তরা গানটি পছন্দ করেছেন। ১৩ই আগস্ট এটি ইউটিউবে আপলোডের পর দুই দিনে প্রায় দুই লাখ বারের বেশি দেখেছেন দর্শকরা। বেশ ভালো সাড়া পাচ্ছি। এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ঘোষণা দিয়েছেন, সিমুনকে পরের ছবিতে সরাসরি গাওয়ার সুযোগ দেয়া হবে।
উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ ছবির প্রচারণার অংশ হিসেবে শুভর সঙ্গে নতুন একজন গায়িকাকে জনপ্রিয় গানটি গাওয়ার সুযোগ দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘ভালোবাসি তোমাকে’ ছবিতে সর্বপ্রথম এ গানটি ব্যবহার করা হয়।
প্রয়াত খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া এই জনপ্রিয় গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত ১০ই আগস্ট শুভ ও সিমুনের কণ্ঠ ধারণের প্রক্রিয়া সম্পন্ন শেষে ইউটিউবে গানটি প্রকাশ করা হয়।
শুভ-সিমুনের পাশাপাশি গানটির সঙ্গে শুভ ও জলির পর্দায় ঠোঁট মেলানোর কিছু দৃশ্যও যুক্ত করা হয়েছে। ‘নিয়তি’ ছবিটি সহ-প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।
সানবিডি/ঢাকা/এসএস