রহস্যের মোড়কে মুক্তি পেল ‘রাজ রিবুট’- টিজার
প্রকাশ: ২০১৬-০৮-১৬ ১৫:১৮:৫৯

বরাবরই রহস্য, ভয় আর যৌনতার হাত ধরে হেঁটেছে রাজ সিরিজ। এবারও অন্যথা হল না তার। বরং আগের থেকে আরও বেশি সাসপেন্স আর আরও বেশি যৌনতার হাতছানি। সদ্য মুক্তি পেয়েছে ‘রাজ রিবুট’-এর টিজার।
কিছুদিন আগে ইমরান যে কথাটি বলেছিল, “রাজ সিরিজের চার নম্বর ছবিটি হতে চলেছে রীতিমতো ভয়াবহ”! তা একেবারেই মিথ্যে বলেননি নায়ক।তবে এবার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে চলেছেন বিক্রম ভাট। যদিও প্রথম ‘রাজ’র ,একার তিনি নয়। কিন্তু রাজ সঞ্জনা আর আদিত্যকে ফিরিয়ে আনছেন আবার। যদিও বদলে গিয়েছে মুখ। সঞ্জনা নাম ছিল বিপাশার। তবে এবার সঞ্জনার চরিত্রে দেখা যাবে কৃতী খারবান্দাকে।
অন্যদিকে আদিত্যে (দিনো মোরিয়া) এবার ইমরান হাশমির। তবে গল্প এখন ধোঁয়াশায়।বিদেশের এক প্রাসাদে থাকতে আসে সঞ্জনা আর রাজ। এবং, কোনও একটা অস্বস্তি তাড়িয়ে মারে দম্পতিকে। সেই অস্বস্তির নামই আদিত্য। রাজ সন্দেহ করে চার পাশে ঘটে চলা নানা অদ্ভুত অদ্ভুত ঘটনাকে। জানতে চেষ্টা করে, কে রয়েছে এর নেপথ্যে!
অন্য দিকে, সঞ্জনাকে যৌনতার হাতছানি দিয়ে যায় আদিত্য। ভাল করে বোঝাও যায় না, সে মানুষ না অশরীরীতবে রহস্যটা কি! হঠাৎ পুরনো স্মৃতি উস্কে দিলেন কেন পরিচালক? সব প্রশ্নের জবার মিলবে ছবি মুক্তির সঙ্গে। সূত্র: কলকাতা২৪/৭
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













