সালমান খান বিবাহিত!
প্রকাশ: ২০১৬-০৮-১৬ ২০:৫৪:৪২

বলিউড তারকা সালমান খান ও রোমানিয়ান মডেল লুলিয়া ভানটুরের প্রেমকাহিনী নিয়ে বেশ চটকদার খবর প্রকাশ হতে দেখা গেছে ভারতে। কোন কোন গণমাধ্যম জানায়, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই প্রেমিক যুগল। তবে এক্ষেত্রে আরেকটু অগ্রসর রোমানিয়ান গণমাধ্যম।
লুলিয়ার দেশের ‘ক্লিক’ নামের একটি সংবাদ মাধ্যম দাবি করছে সালমান এবং লুলিয়া অনেক আগেই বিয়ে করেছে। লুলিয়ার নিজ দেশে ফেরার খবরের শিরোনামে উল্লেখ করেছে ‘মিসেস খান বাড়ি ফিরছেন’। এ ছাড়া তারা তাকে ‘দোয়ামনা খান’ উল্লেখ করেছেন যার অর্থ ‘রয়্যাল মিসেস খান’।
বিয়ের প্রসঙ্গে সালমান কিংবা লুলিয়া কেউই মুখ খুলছেন না। বিভিন্ন সময় তারা দুজনেই সম্পর্কটিকে বন্ধুত্ব বলেই চালিয়েছেন। তবে সালমান-লুলিয়া যে বন্ধুত্ব থেকে জীবনসঙ্গী হয়েছে সে বিষয়ে এখনো তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সালমান এক অনুষ্ঠানে নিজের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমার বিয়ের সংবাদ আমি টুইটারে জানিয়ে দিব।’
সালমান খান এখন কাশ্মিরে কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে সালমানের সঙ্গে রয়েছেন লুলিয়া। কিছুদিন আগে তিব্বতি ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করেছেন সালমান-লুলিয়া।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













