টানা ৭ দিন বাড়লো গমের বৈশ্বিক মূল্য
অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-২৮ ২১:২৬:৩৬
আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও বেড়েছে। শুক্রবারও (২৬ এপ্রিল) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যশস্যটির দর বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে টানা ৭ দিন খাদ্যপণ্যটির মূল্য বাড়লো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ গম উৎপাদনকারী দেশগুলোতে বৈরি আবহাওয়া বিরাজ করছে। ফলে গমের উৎপাদন ব্যাহত হয়েছে। সঙ্গত কারণে বিশ্ববাজারে সরবরাহ কমেছে। স্বভাবতই ভোগ্যপণ্যটির দরে বড় উত্থান ঘটেছে।
আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের আগামী জুলাইয়ের চুক্তি মূল্য বেড়েছে ৬ সেন্ট। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ ডলার ২৬ সেন্টে। দিনের শুরুতে তা ছিল ৬ ডলার ৩৩ সেন্ট। গত ১১ জানুয়ারির পর যা ছিল সর্বোচ্চ।
বিশ্বের দুই বৃহৎ উৎপাদক রাশিয়ার দক্ষিণাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শুষ্ক আবহাওয়া বিদ্যমান। ইউরোপের গম উৎপাদনকারী অঞ্চলগুলোতে হিমায়িত আবহাওয়া বিরাজ করছে। আগামী সপ্তাহে দুই অঞ্চলেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান লেকফ্রন্ট ফিউচার্সের বিশেষজ্ঞ ড্যারিন ফেসলার বলেন, গত সপ্তাহেই উভয় অঞ্চলে বৃষ্টির দরকার ছিল। কিন্তু এখন পর্যন্ত তা দেখা যায়নি। তাতে গম চাষ তরান্বিত হয়নি।
ইতোমধ্যে ২০২৪/২৫ মৌসুমে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গম উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে ইউরোপিয়ান কমিশন। তারা বলছে, গত ৪ বছরের মধ্যে এসময়ে গমের উৎপাদন সর্বনিম্ন হবে। কারণ, বৃষ্টির অভাবে খাদ্যশস্যটির রোপণ বাধাগ্রস্ত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, চলতি সপ্তাহেও গমের দাম বাড়তে পারে। তবে আগামী সপ্তাহে খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেতে পারে।
এএ