মেঘ আর জলের মিলন!
আপডেট: ২০১৫-১০-২২ ২৩:০৫:২৬

বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড়কে টর্নেডো বলা হয়। মেঘ এবং পৃথিবীপৃষ্ঠকে যুক্ত করে তাণ্ডব চালাতে চালাত এগিয়ে যেতে থাক এটি। সাধারণত ঘনীভূত ফানেল আকৃতির টর্নেডো দেখা যায়; যার ছোট অংশ ভূপৃষ্টকে স্পর্শ করে এবং মেঘ দ্বারা আবৃত থাকে। সম্প্রতি ইতালির জেনোয়া শহরের একটি উপকূলে এমনই এক ঘটনা ঘটে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












