মেঘ আর জলের মিলন!

আপডেট: ২০১৫-১০-২২ ২৩:০৫:২৬


Tornedoবায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড়কে টর্নেডো বলা হয়। মেঘ এবং পৃথিবীপৃষ্ঠকে যুক্ত করে তাণ্ডব চালাতে চালাত এগিয়ে যেতে থাক এটি। সাধারণত ঘনীভূত ফানেল আকৃতির টর্নেডো দেখা যায়; যার ছোট অংশ ভূপৃষ্টকে স্পর্শ করে এবং মেঘ দ্বারা আবৃত থাকে। সম্প্রতি ইতালির জেনোয়া শহরের একটি উপকূলে এমনই এক ঘটনা ঘটে।