ক্যাটরিনার গোপন ডেটিং!
প্রকাশ: ২০১৬-০৮-১৭ ২০:১০:৫০

রণবীর কাপূরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ফের ডেটিং করছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু কার সঙ্গে? বলিউডে যাঁর নাম সবচেয়ে বেশি জল্পনায় আসছে তিনি হলেন, আদিত্য রায় কাপূর। ক্যাট সুন্দরীর ‘ফিতুর’-এর নায়ক।
সম্প্রতি মার্কিন মুলুকে নাকি একসঙ্গে দেখা গিয়েছে ক্যাট-আদিত্যকে।
সূত্রের খবর, আদিত্যর সঙ্গে ক্যাটরিনার দীর্ঘ দিনের বন্ধুত্ব। রণবীরের সঙ্গে সম্পর্কে ভেঙে যাওয়ার পর নাকি মানসিক ভাবে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। তখন তাঁর পাশে বন্ধু হিসেবে ছিলেন আদিত্য।
ডিপ্রেশন থেকে বেরিয়ে পুরোদমে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দিয়েছিলেন। সেখান থেকেই নাকি টার্ন নেয় তাঁদের বন্ধুত্ব। বদলে যায় রোম্যান্সে। আর এখন ডেটিং করছেন এই জুটি। দেশে ফিরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে হয়তো বলে দেবেন ক্যাট সুন্দরী।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













