

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশেষ বাহিনীর অভিযানে ও মস্কোর কাছে বন্দুক হামলায় কমপক্ষে ৬ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর ককেসাসের বিদ্রোহীদের খোঁজে বিশেষ বাহিনীর অভিযানের সময় সেন্ট পিটার্সবার্গের একটি ফ্লাটে চারজন নিহত হয়েছে। এ ছাড়া উত্তর ককেসাসের সন্দেহভাজন দুই বন্দুকধারীর হামলায় মস্কোর পূর্বাঞ্চলে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ওই দুই বন্দুকধারী নিহত হয়। ককেসাসে দীর্ঘদিন ধরে বিদ্রোহীরা লড়াই চালিয়ে আসছে।
রাশিয়ার নিরাপত্তা সার্ভিস এএসবি কর্তৃপক্ষ বলছে, উত্তর ককেশাসে অবৈধ অস্ত্রধারী বিদ্রোহী গ্রুপের ফেরারি সদস্যদের ধরতে সেন্ট পিটার্সবার্গে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিরোধের চেষ্টার সময় পাল্টা অভিযানে অপরাধীরা নিহত হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গের ওই ফ্লাটে অভিযান চালিয়ে আরো বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এদিকে, মস্কোর থেকে ২০ কিলোমিটার পূর্বের বালাশিখার একটি মহাসড়কে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। তবে এ হামলাকারীরা উত্তর ককেশাসের কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাশিয়ার তদন্ত দলের এক মুখপাত্র রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস’কে বলেন, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আগ্নেয়াস্ত্র ও কুঠার নিয়ে হামলা চালিয়েছে। হামলার সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া অপর হামলাকারী প্রতিরোধের চেষ্টার সময় নিহত হয়েছে।
পুলিশের একটি সূত্র তাস’কে এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য জানালেও তা নিশ্চিত হওয়া যায়নি। ককেশাসে বিদ্রোহীদের ধরতে বিশেষ অভিযান মাঝে মাঝে চালায় আইন-শৃঙ্খলাবাহিনী। তবে প্রধান শহরের বাইরে এ ধরনের অভিযানের ঘটনা খুবই বিরল।
সানবিডি/ঢাকা/আহো