

রাজস্ব বাবদ সিটিসেলের কাছ থেকে বিটিআরসির পাওনা ৪'শ ৭৭ কোটি ৫১ লাখ টাকা। এ টাকা পরিশোধে বার বার চিঠি দিলেও সাড়া দেয়নি সিটিসেল। তবে সম্প্রতি কোম্পানিটির লাইসেন্স বাতিলের বিটিআরসি আল্টিমেটাম দিলে নড়েচড়ে বসে সিটিসেল।
দেনার টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে বলে জানিয়েছেন সিটিসেলের আইনজীবী আসাদুজ্জামান। শেয়ার বিক্রির মাধ্যমে চুক্তির এ টাকা পেলেই সরকারের পাওনা টাকা পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে আগামী চৌঠা সেপ্টেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। ফলে সিটিসেল বিলুপ্ত ও বকেয়া অর্থ আদায়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন উচ্চ আদালতের।
অন্যদিকে সিটিসেলের কাছ থেকে তিনকোটি ২০ লাখ পাওনা টাকা চেয়ে পুরনো এক মামলা শুনানির উদ্যোগ নেয় চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।
বুধবার (১৭ আগষ্ট) শুনানিতে সিটিসেলের আইনজীবী জানান, এরই মধ্যে দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে সিটিসেল।
চুক্তির টাকা পেলেই দেনা পরিশোধ করা হবে।এজন্য আদালতের কাছে ৪ সপ্তাহ সময় আবেদন করে সিটিসেল। পরে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন হাইকোর্ট।
সানবিডি/ঢাকা/আহো