হকিতে আর্জেন্টিনার সোনা জয়
প্রকাশ: ২০১৬-০৮-১৯ ১৮:৫৬:৫৯

অলিম্পিকে প্রথমবারের মতো হকিতে স্বর্ণপদক পেয়েছে আর্জেন্টিনা। রিওতে হকির ফাইনাল ম্যাচে বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়ে সোনা জিতেছে তারা।
এবারের অলিম্পিকে ছেলেদের ফুটবলে দু’বারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। ফেবারিট হিসেবে অংশ নিয়ে এভাবে বাদ পড়াতে বেশ মুষড়েই পড়েছিলেন আর্জেন্টাইনরা। তবে সেই দুঃখ তারা ঘুচাতে পেরেছে অলিম্পিকে প্রথমবারের মতো হকিতে স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে।
হকিতে যে আর্জেন্টিনা সোনা জয় করতে পারবে এটা কেউ ভাবতে পারেনি। গত দুই অলিম্পিকের চ্যাম্পিয়ন জার্মানিই এই আসরেরও ফেবারিট ছিল। সেমিফাইনালে সেই চ্যাম্পিয়ন জার্মানিদেরকে হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় তারা। আর ফাইনালেও বাজিমাত করে স্বর্ণপদকটি নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অলিম্পিকে এটাই প্রথম কোন লাতিন আমেরিকা দেশের হকিতে স্বর্ণজয়।
যদিও খেলার শুরুতে বেলজিয়ামই এগিয়ে গিয়েছিল। মাত্র তিন মিনিটেই বেলজিয়ামকে লিড এনে দেয় তাঙ্গাই কোসিন্স। তবে এতে খুব একটা সমস্যা হয়নি আর্জেন্টিনার। তারা প্রথম কোয়ার্টারেই তিন গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলে। দ্বিতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে বেলজিয়াম। কিন্তু শেষে আরও একটি গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন আগুস্টিন মিজিল্লি।হকিতে স্বর্ণপদক নিয়ে রিওতে মোট তিনটি স্বর্ণপদক হলো আর্জেন্টিনার।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












