প্রথমবারের মতো মোশাররফ করিমের সাথে অরিন

প্রকাশ: ২০১৬-০৮-২১ ১১:৪০:১২


Orinদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে এই প্রথম অভিনয় করলেন মডেল-অভিনেত্রী নুসরাত জারিন অরিন। ‘শত্রু’ শিরোনামের এই খন্ড নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। সামনের ঈদকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হচ্ছে। ‘শত্রু’ শীর্ষক এই নাটকটি নির্মান করছেন রাফাত মোজুমদার রিংকু।

এ প্রসঙ্গে অরিন বলেন, নাটকে একজন নেতিবাচক চরিত্রের কাহিনী দেখানো হয়। আমি আশা করি এরকম গল্প দর্শকদের মনে নাড়া দেবে। এ থেকে দর্শকরা কিছু হলেও উপকৃত হবেন।

এই প্রথম মোশাররফ করিমের সাথে অভিনয় করলেন কেমন লাগলো এমন প্রশ্নে তিনি বলেন, অনেক ভালো লেগেছে। উনি খুবই ভালো অভিনেতা। উনি শুধু একজন ভালো অভিনেতাই নন সেই সাথে একজন ভালো সহযোগিও বটে। মোশাররফ করিম-অরিন ছাড়াও এতে আরো অভিনয় করেন সামীম আহমেদ, সোহান, ফারুক, জিনিয়াসহ আরো অনেকে।

এদিকে অরিন অভিনয় করছেন ’50-50 লাভ’ শিরোনামের নতুন একটি ছবিতে। ছবিটির একটি গানসহ আর এক লটের কাজ বাকি আছে। খুব শিগগিরি ছবিটি দেখতে পাবেন বলে জানান এই অভিনেত্রী।

সানবিডি/ঢাকা/এসএস