তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৩০

প্রকাশ: ২০১৬-০৮-২১ ১১:৫৯:০৩


Turkey-wedding-blastতুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়োনটেপ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। ওই হামলায় ৩০ জন নিহত হয়েছে ও আহত হয়েছে ৯০ জন। খবরটি নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর।

তুর্কির সরকার এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে অভিহিত করেছেন। আর একজন আত্মঘাতী হামলাকারী হামলাটি করেছে বলে জানাচ্ছে দেশটির সরকার।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক এ ঘটনাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ঈশ্বর চাইলে আমরা এটিকে কাটিয়ে উঠতে পারব।’

সিরিয়া সীমান্ত থেকে গাজিয়ানটেপ শহরটির দূরত্ব ৬৪ কিলোমিটার। বিবিসি সূত্রে জানা গেছে, শহরের যে স্থানটিতে হামলার ঘটনা ঘটেছে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বসবাস রয়েছে।

শহরের ওই বিয়ের অনুষ্ঠানটি একসময় রাস্তার ওপরও ছড়িয়ে পড়ে। আর এমন সময়ই ভয়ঙ্করভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দ শহরের সকল প্রান্ত থেকেই শোনা যায়।

ইস্তাম্বুল থেকে বিবিসির মার্ক লোয়েন জানান, এখনো কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্র বলছে এ হামলা তথাকথিত ইসলামিক স্টেটের কাজ। গাজিয়ানটেপ শহরটিতে আইএস গোষ্ঠীর সদস্যরা রয়েছে বলে আগেও জানা গিয়েছিল। (সূত্র : বিবিসি)

সানবিডি/ঢাকা/এসএস