অভিযোগ প্রমাণিত হলে বেবিচকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-০৭ ১৬:১৫:৪৭
বিদেশে পালিয়ে যাওয়া ৭ জন সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বেবিচকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান।
মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, কানাডাসহ বিভিন্ন দেশে যারা পালিয়ে গেছে তাদের খুঁজতে সংশ্লিষ্ট দেশের সহযোগিতা নেয়া হচ্ছে।
এ সময় মন্ত্রী জানান যুক্তরাজ্যের উড়োজাহাজ নির্মাণ কোম্পানির এয়ার বাস কিনতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন।
ফারুক খান জানান, আপাতত ১০টি এয়ার বাস কেনার পরিকল্পনা করেছে। মূল্যায়ন কমিটির রিপোর্টের ভিত্তিতে এয়ারবাস কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
বিমানমন্ত্রী আরও বলেন, শুধু বোয়িংয়ের উপর নির্ভরশীল না থেকে বিভিন্ন এয়ারক্রাফট থাকা প্রয়োজন। যুক্তরাজ্যের প্রস্তাব ভালো হলে আমরা তাদের এয়ার বাস কিনতে পারি।
এম জি