এ সিনেমায় অভিনয়ের জন্য ইলিয়ানার সঙ্গে নাকি কোনো কথাবার্তাই হয়নি। তাই এমন ঘোষণায় ক্ষেপে যাওয়ার অধিকার তার আছে, মানতেই হবে!
‘আঁখে’ সিক্যুয়ালের আনুষ্ঠানিক ঘোষণার দিন সিনেমাটির দুই তারকা অমিতাভ বচ্চন ও আরশাদ ওয়ার্শি উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইলিয়ানার অনুপস্থিতিতে একটি ভিডিওতে তাকে দেখিয়ে নায়িকা হিসেবে উল্লেখ করা হয়।
কিন্তু কয়েকদিন না যেতেই টুইটারে এ নায়িকা জানান, ‘আঁখে টু’তে তিনি চুক্তিবদ্ধ হননি। ইলিয়ানার ঘনিষ্ট একটি সূত্র জানায়, অনুষ্ঠানের পরই ‘আঁখে টু’তে নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে পারেন এ অভিনেত্রী। তাও আবার অন্যদের শুভেচ্ছা বাণীর মাধ্যমে।
এমন বিব্রতকর অবস্থা কাঁহাতক সহ্য করা যায়। তিনি নাকি প্রযোজক গৌরাঙ্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।দেখা যাক, কোথাকার পানি কোথায় গড়ায়। সূত্র: ডব্লিউএস
সানবিডি/ঢাকা/এসএস


