

ব্রাজিল দলের অধিনায়কত্ব ছাড়ছেন নেইমার! এমনটা তিনি নিজেই জানালেন রিও অলিম্পিকের ফাইনালে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ জেতার পর। আপাতত কোনো পর্যায়েই ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া থেকে বিরত থাকতে চান তিনি।
রিওতে ফাইনাল ম্যাচের পর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। কিন্তু তারপরও আমি এ দায়িত্বে থাকছি না। আর এ বিষয়টি আমি এখনই তিতেকে (ব্রাজিল কোচ) জানিয়ে দিতে চাই। যেন তিনি খুব শিগগিরই ব্রাজিলের জন্য নতুন একজন অধিনায়ক খুঁজতে পারেন।’
রিও অলিম্পিকে ব্রাজিল ফুটবল দলকে নেইমার নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়াও গত মৌসুমের কোপা আমেরিকা প্রতিযোগিতায়ও নেইমারের হাতেই ছিল ব্রাজিল দলের নেতৃত্ব। সেই হিসেবে আগামী ১ সেপ্টেম্বরেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার হাতেই দলের দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু তার আগেই নেইমার অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বসলেন।
ব্রাজিলের হয়ে নেইমারের অধিনায়কত্ব খুব একটা সুখকর ছিল না। রিওতে প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর অবশ্য সোনা জয়ের মধ্যে দিয়ে সব সমালোচনার জবাব তিনি দিয়েছেন।
অলিম্পিকে স্বর্ণ জয়ের পর নেইমার বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি। এটাই চেয়েছিলাম। আমরা ইতিহাস গড়েছি। এখন তারা (সমালোচক) নিজেদের কথার জন্য নিজেরাই অপদস্ত হবে।’
এর আগে কোপা আমেরিকায় অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন নেইমার। যার ফলে তার দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল তখন।
তবে নেইমারের পাশে থেকে তার সিদ্ধান্তকে সমর্থন করছেন অলিম্পিকে ব্রাজিল দলের কোচ রোজারিও মিচেল। তার মতে, এটি নেইমারের খুবই ভালো একটি সিদ্ধান্ত। আর দলের কোচকে অধিনায়কের ব্যাপারে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার জন্যই নেইমারের এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো