দুই মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫৪ লাখের বেশি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১১ ১৫:১০:২৯


ইন্টারনেট গ্রাহক ‍দিনদিন বেড়েই চলেছে। গত ২ মাসে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ৫৪ লাখের বেশি। গত মার্চ মাসেই গ্রাহক বেড়েছে ৪৩ লাখের বেশি। এর মধ্যে মুঠোফোন ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৩৭ লাখ ৯০ হাজারের বেশি।

অন্যদিকে, টানা তিন মাস পর মার্চে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ৫ লাখের বেশি বেড়েছে। এছাড়া, ফেব্রুয়ারিতে ১১ লাখের বেশি ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

তাতে দেশে এখন মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৪৭ লাখের বেশি হয়েছে। এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজারের বেশি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ মার্চ মাস পর্যন্ত দেশের ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহকের হিসাব দিয়েছে। তাদের হিসাবে সর্বশেষ ৯০ দিনের মধ্যে কোনো ব্যক্তি একবার ব্যবহার করলেই ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহক হিসেবে গণ্য হন।

এর আগে, গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে ইন্টারনেটের গ্রাহকের সংখ্যা টানা কমেছে। এরপর ফেব্রুয়ারি মাস থেকে তা বাড়তে শুরু করে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১৯ কোটি ২২ লাখ ৬০ হাজারের বেশি।

বিএইচ