সর্বোচ্চ করদাতা মাহফুজ আহমেদ

প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১২:০৪:১৯


মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের তারকারা কে কত টাকার মালিক, তা অনেকটা ধোঁয়াশার মধ্যেই থেকে যায়। তবে অনেকে নিয়মিত আয়কর দিয়ে থাকেন। সম্প্রতি তারকাদের দাখিল করা ২০১৩-১৪ করবর্ষের আয়কর নথি পর্যালোচনা করে তাদের আয় সর্বোচ্চ  করদাতাদের তালিকা প্রকাশিত হয়েছে।

তালিকায় শোবিজ অঙ্গনের সর্বোচ্চ করদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন মাহফুজ আহমেদ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা জাহিদ হাসান। তৃতীয় অবস্থানে শাকিব খান।

এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আয়ের উপর সরকারের ধার্যকৃত কর নিয়মিত পরিশোধ করে থাকি। এ ক্ষেত্রে কখনই খেলাপ করিনি। আশা করি আগামীতেও এর ধারাবাহিকতা চালিয়ে যেতে পারব।’

অপরদিকে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিদ হাসান বলেন, ‘প্রত্যেক নাগরিকের উচিত নিয়মিত আয়কর প্রদান করা। দেশের প্রতি ভালোবাসা থেকেই এটি দায়িত্বসহকারে আদায় করা উচিত। সবাই নিয়মিত কর প্রদান করলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, শুধু অভিনয়ই নয়, এর বাইরেও একাধিক ব্যবসা রয়েছে এ দুই অভিনেতার। পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডের দায়িত্বও পালন করে আসছেন তারা।

প্রসঙ্গত, এ মুহূর্তে ঈদের নাটকে অভিনয় ও নির্মাণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহফুজ আহমেদ। তবে অভিনয়ের চেয়ে নির্মাণের দিকেই তার নজর বেশি।

সানবিডি/ঢাকা/এসএস