মারা গেলেন সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন
আপডেট: ২০১৫-১০-২৩ ১০:৩৬:৪৭
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন বুধবার রাতে কানাডার একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনের পর তিনি মর্নিং নিউজে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন। এরপর তিনি ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজারভারে যোগ দেন এবং চীফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে বাসসে কনসালটেন্ট এডিটর হিসেবে যোগ দেন । তিনি টরেন্টোর একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। নামাজে জানাজা শেষে তার মরদেহ টরেন্টোয় দাফন হওয়ার কথা রয়েছে।
ব্যক্তি জীবনে নিজাম উদ্দিন সহকর্মী ও বন্ধুবৎসল ছিলেন। নিজাম উদ্দিনের মৃত্যু সংবাদ শোনার পর তার সহকর্মী বন্ধুরা শোকে কাতর হয়ে পড়েন।
এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।