সানি লিওনকে জড়িয়ে ধরে ভক্তের কান্ড!
প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১৯:৩০:৪১

তিনি সানি লিওন। তাঁকে নিয়ে যে দর্শকদের মধ্যে ক্রেজ থাকবে এ তো আর নতুন কথা নয়। সোশ্যাল গ্যাদারিংয়ে ভক্তদের ভালবাসার চাপ তাঁকে সহ্য করতে হয় বৈকি! কিন্তু এ বার যা হল তাতে সবচেয়ে বেশি অবাক হয়েছে সানি নিজেই।
সম্প্রতি মুম্বইতে শুটিং করছিলেন সানি। সেখানে মায়ের সঙ্গে পৌঁছে যায় সানির এক খুদে ভক্ত। প্রথমে সানিকে জড়িয়ে ধরে সে। তার পর উঠে পড়ে সানির কোলে।
এ পর্যন্ত তো সব ঠিকই ছিল। আসল ঘটনাটি ঘটে ঠিক এর পরেই। সানির কোলে কিছু ক্ষণ থাকার পর মা তাকে কোলে নিতে গেলে সে আর কিছুতেই আসতে চায়নি। আঁকড়ে ধরেছিল সানিকে। তা দেখে অবাক হয়ে যান নায়িকা। পরে মেকআপ ভ্যানে সানির কোলে বসে সেলফিও তোলে শিশুটি। খুদে ভক্তের এই ভালবাসায় আপ্লুত সানি লিওন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













