প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৬ ২১:১০:৫১


প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ। বাংলা‌দে‌শের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মা‌সের বে‌শি সময় পর সরকারপ্রধান‌কে অভিনন্দন জানাল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে সোমবার (১৩ মে) ঢাকায় অস্ট্রেলিয়ান হাইক‌মিশ‌নে এক‌টি চি‌ঠি পা‌ঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। চি‌ঠি‌টি বৃহস্প‌তিবার বৃহস্পতিবার (১৬ মে) প্রধানমন্ত্রীর দপ্ত‌রে পৌঁ‌ছে‌ছে।

অভিনন্দন বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ব‌লেন, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

এন্থনি এলবানিজ ব‌লেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে চাই।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চিঠিতে আরও উল্লেখ করেন, ভারত মহাসাগরের দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের একই ধরনের স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

বিএইচ