চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় উত্থান ঘটেছে। প্রতি আউন্সের দর ২৪০৭ ডলার ছাড়িয়ে গেছে। গত ১ মাসের মধ্যে যা সর্বোচ্চ। পাশাপাশি রুপার মূল্যও ব্যাপক বেড়েছে। আউন্সপ্রতি দাম ৩০ ডলারের ওপরে উঠেছে। বিগত ১১ বছরের মধ্যে তা সবচেয়ে বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্বের শীর্ষ শিল্প ধাতু ভোক্তা চীন। নিজেদের ধুঁকতে থাকা সম্পত্তি খাতে স্থিতিশীলতা আনতে ‘ঐতিহাসিক‘ পদক্ষেপ নিয়েছে দেশটি। প্রয়োজনীয় প্রণোদনা ঘোষণা করেছে চীনা সরকার।
এছাড়া বাজারে চাউর হয়েছে, আগামী সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই দুই কারণে মূলত দরকারি ধাতুর দর বৃদ্ধি পেয়েছে।
গত শুক্রবার (১৭ মে) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৪০৭ ডলার ৬৫ সেন্টে। গত ১৯ এপ্রিলের যা সর্বোচ্চ।
একই কর্মদিবসে রুপার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৩ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৩০ ডলার ৬৬ সেন্টে। গত ১ দশকেরও বেশি সময়ের তা সর্বাধিক। অবশ্য ২০২১ সালের শুরুতেও ধাতুটির দর এমনটা দেখা গিয়েছিল।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের প্রধান বার্ট মেলেক বলেন, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ইউএস ডলারের মান বাড়তি রয়েছে। মার্কিন ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে। তবু স্বর্ণের দাম বাড়ছে।
তিনি বলেন, অবকাঠামো খাতে প্রণোদনা ঘোষণা করেছে চীন। সুদের হার হ্রোস করতে পারে যুক্তরাষ্ট্র। আমার মনে হয়, এই দুই কারণে স্বর্ণ, রুপাসহ অন্যান্য ধাতুর দর বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, সবমিলিয়ে চলতি সপ্তাহে বুলিয়নের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। প্লাটিনামের দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১০৭৬ ডলার ০৫ সেন্টে। এছাড়া প্যালাডিয়ামের দাম ঊর্ধ্বগামী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর উঠেছে ১০০৬ ডলার ৯৫ সেন্টে।
এএ