ইটালিতে ভূমিকম্পে ৩৭ জন নিহত
আপডেট: ২০১৬-০৮-২৪ ২১:৩১:২৫

ইটালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ ও নিখোঁজ ১৫০ জনে দাড়িয়েছে। দেশটির মধ্যাঞ্চলে এ ভূকম্পনটি অনুভূত হয়।
কর্মকর্তারা আশংকা করছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশের নোরসিকা শহরের কাছে রাত ৩টা ৩৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
ইউএসজিএস প্রাথমিকভাবে এর মাত্রা ছয় দশমিক চার এবং এর উৎপত্তি ভূত্বকের মাত্র ছয় দশমিক দুই মাইল গভীরে বলে জানিয়েছিল। প্রবল ঝাঁকুনিতে ভূমিকম্প উপকেন্দ্রের ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাজধানী রোমের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।এর ঘন্টা খানেক পর একই এলাকায় পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি `তীব্র’ ছিল।
ইতালির দমকল বাহিনীর মুখপাত্র লুকা কারি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোনটো।
কারি রয়টার্সকে জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে প্রাথমিকভাবে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
উমব্রিয়ার সিসেল্লি এলাকার বাসিন্দা লিনা মেরক্যান্টিনি বলেন, ‘এটা অত্যন্ত শক্তিশালী ছিল। মনে হচ্ছিল বিছানাটা আমাদের নিয়ে রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে।’
ভূমিকম্পের কারণে উমব্রিয়া অঞ্চলের গুবিয়োর মাত্তেও বের্লেঙ্গা বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বাজে (ভূমিকম্প)।’
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













