

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সবচেয়ে কম ম্যাচ খেলে শততম উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। এবার দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন জেমস ফকনার। আদায় করে নিয়েছেন হ্যাটট্রিক।
একদিনের ক্রিকেটে এটি তার প্রথমবারের মতো পরপর তিন বলে তিন উইকেট নেয়ার কীর্তি। ওয়ানডে ক্রিকেটে যা ৪০তম হ্যাটট্রিক।
অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ফকনার। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় অসি বোলার হিসেবে অসাধারণ এই নৈপুণ্য দেখালেন তিনি। এর আগে লঙ্কানদের বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম অসি বোলারের নাম ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।
৪৬তম ওভারের শেষ বলে কুশাল পেরেরাকে ফিরিয়ে হ্যাটট্রিকের যাত্রা শুরু করেন ফকনার। তার দ্বিতীয় শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস। ৪৮তম ওভারের প্রথম বলে লঙ্কান অধিনায়ককে প্যাভিলিয়নের পথ দেখান ফকনার। পরের বলে থিসারা পেরেরাকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অসি এই বোলার।
ফকনারের হ্যাটট্রিকের পরেও আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ২৮৮ রান তুলেছে। জয়ের জন্য অসিদের দরকার ২৮৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে অসিদের শুরুটা ভালো হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২ রান।
সানবিডি/ঢাকা/আহো