নিজের খোলামেলা ছবি শেয়ার করলেন মল্লিকা!

আপডেট: ২০১৬-০৮-২৪ ২১:০২:০২


imageআপাতত তাঁর হাতে কোনও বড় ব্যানারের ছবি নেই। কিন্তু, যে কোনও ভাবেই হোক খবরে তো থাকতে হবে! তার জন্য মল্লিকা শেরওয়াত কী করলেন জানেন?

সোশ্যাল মিডিয়ায় অন থাকা সেলেবদের এখন নয়া রুটিন। সে পথেই হাঁটলেন নায়িকা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘লস্ট ইন থটস্’।

মল্লিকার সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওয়েব দুনিয়ায়। তাঁর অনুরাগীরা পছন্দ করলেও, মুখ খুলেছেন নিন্দুকেরা। কেউ বলছেন, কী ভাবে প্রচারে থাকা যায় তা মল্লিকাকে দেখে শেখা উচিত। আবার কেউ বলছেন, হাতে কোনও কাজ নেই, অঢেল সময়। ফলে এখন তো এ সবই করতে হবে। তবে এ সব নিয়ে স্পিকটি নট খোদ মল্লিকা।

সূত্রের খবর, পজিটিভ এবং নেগেটিভ দু’রকমের কমেন্টই তিনি নাকি এনজয় করছেন।

সানবিডি/ঢাকা/আহো