ইসরায়েলের বর্বরতা নিয়ে একেবারেই চুপ বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৪ ১৪:৩৭:০৬

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। সারা বিশ্ব ফিলিস্তিনের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার৷ কিন্তু এ নিয়ে একেবারেই চুপ বিএনপি ও জামায়াত৷
শুক্রবার (২৪ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর কারণ হিসেবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, তাদের (বিএনপি ও জামায়াত) ধারণা, কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে৷
পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারে যে পিটিশন দায়ের করা হয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের৷
আলোচনা সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। আমরা এক হলে বিশ্বের মনবতার পক্ষ নিয়ে তারা তাদের নিজের মাটিতে সুরক্ষিত থাকতে পারবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













