আইপিএল ফাইনাল
হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয় শিরোপা কলকাতার
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৪-০৫-২৭ ১৩:০৩:৪৫

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ভুলে যাওয়ার মতো ব্যাটিংই করেছে। তাতে শিরোপাও তুলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের হাতে। হায়দরাবাদের দেওয়া মাত্র ১১৪ রানের টার্গেট কলকাতা পৌঁছে যায় ৮ উইকেট ও ৫৭ বল হাতে রেখেই। তাতে তৃতীয়বারের মতো শিরোপা জিতল কলকাতা।
চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে। এই মৌসুমে দলটির সাফল্যের কারিগর দুই ওপেনারই এদিন ব্যর্থ। মিচেল স্টার্কের স্বপ্নের এক ডেলিভারিতে মাত্র ২ রান করে আউট হন অভিষেক শর্মা। আরেক ওপেনার ট্রাভিস হেড কোনো রান না করেই ফেরেন।
৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি হায়দরাবাদ। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দারুণ ফর্মে থাকা রাহুল ত্রিপাঠী, হাইনরিখ ক্লাসেন কেউই দলের ভরসা হতে পারেননি। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ১১৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনকে হারায় কলকাতা। পাট কামিন্সের ওভারের প্রথম বলে বিশাল ছক্কা হাকালেও পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। এরপরেই দারুণ ব্যাটিংয়ে কলকাতাকে জয়ের পথে রাখেন রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কেটেস আয়ার। মাত্র ৯ ওভারেই ১০০ রান তুলে ফেলে কলকাতা। দ্বিতীয় উইকেটে এই দুজনে যোগ করেন ৯১ রান।
গুরবাজ ৩২ বলে ৩৯ রানে ফিরে গেলে আয়ার ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে কলকাতার শিরোপা নিশ্চিত করেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












