ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে আওয়ামী লীগ: কাদের
আপডেট: ২০২৪-০৫-২৭ ১৩:২৩:৪৫
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে আওয়ামী লীগ। ক্ষতিগ্রস্ত এলাকায় যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটির টিম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি।
সোমবার (২৭ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সহায়তার নামে ফটো সেশন করে। মানবিক কোনো কাজ করে না। বিএনপির সঙ্গে নীতিগত অনেক পার্থক্য রয়েছে আওয়ামী লীগের। দেশের যেকোনো প্রকৃতিক দুর্যোগে, যে-কোনো সমস্যায় মানুষের পাশে শুধু আওয়ামী লীগই থাকে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কার্যনির্বাহীর সদস্য শাহাবুদ্দিন ফরাজি।
এম জি