

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিজরির পুলিশ হেডকোয়ার্টার ভবনের বাইরে ভয়াবহ গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ৮ পুলিশ সদস্য নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তুরস্কের সংবাদপত্র হুরিয়াত জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ৯ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোমা হামলায় একটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের স্থানীয় গণমাধ্যম এ হামলার জন্য কুর্দিদের দল নিষিদ্ধ পিকেকে-কে দায়ী করছে।
সিজরি তুরস্কের সিরনাক রাজ্যের সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী শহর। এখানে বিপুল সংখ্যক কুর্দি জনগণের বসবাস। পিকেকের সঙ্গে তুরস্কের সরকার সিজরিতে সংঘর্ষে লিপ্ত। সেখানে বিগত কয়েক মাস ধরে কারফিউ জারি রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো