সিরিয়ায় দ্বৈত ভূমিকায় পশ্চিমারা: পুতিন

আপডেট: ২০১৫-১০-২৩ ১১:০৯:৫১


Vladimir-Putinসিরিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেট প্রসঙ্গে পশ্চিমা রাষ্ট্রগুলো দ্বৈত ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে। একইসঙ্গে কয়েকটি গোষ্ঠীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে তারা। পশ্চিমা দেশগুলো সিরিয়াতে দ্বৈত ভূমিকা পালন করছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকির ফলে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর একসঙ্গে কাজ করার একটি সুযোগ তৈরি হয়েছে।

এসময় সিরিয়ার এবং ইরাকের সরকারের সঙ্গে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করতে কুর্দি বাহিনীর প্রতি আহ্বান জানান ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গত চার বছরের গৃহযুদ্ধের অবসান হতে চলেছে। ফলে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার পরিবেশ তৈরি হবে সেখানে।

রুশ প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের মস্কো সফরকালে আইএসসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর দমনে একটি যৌথ বাহিনীর বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলাম। এতে তিনি সম্মতি প্রকাশ করেছিলেন।

তিনি আরও বলেন, তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে সিরিয়ার সরকার।

সিরিয়ায় চলমান অভিযান প্রসঙ্গে পুতিন বলেন, একে বর্ধিত করে ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালানোর কোনো পরিকল্পনা রাশিয়ার নেই।

প্রসঙ্গত, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার টার্গেট আইএস নয়; তারা সিরিয়ার সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে।

রাশিয়ার দাবি, শুধু ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করেই বিমান হামলা চালানো হচ্ছে।

সানবিডি/ঢাকা/এসএস