‘ভারতে এসে স্কার্ট না পরলেই পারেন বিদেশিনীরা’

প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১০:৪৩:৪৪


mahesh-sharmaভারতে স্কার্ট না পরতে বিদেশি নারীদের পরামর্শ দিয়েছেন ভারতের এক মন্ত্রী। ‘‌যত কাণ্ড পোশাক ঘিরে। ভারতে এসে স্কার্ট না পরলেই পারেন বিদেশিনীরা!‌’‌ মন্তব্য ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মার। রোববার বিদেশি পর্যটকদের জন্য আপদকালীন নম্বর ১৩৬৩ চালু করতে দিল্লিতে হাজির হয়েছিলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‌এবার থেকে বিমানবন্দরে পা রাখলেই বিদেশি পর্যটকদের হাতে একটি শুভেচ্ছাপত্র দেওয়া হবে। ভারতে থাকাকালীন কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত, লেখা থাকবে তাতে। যেমন ধরুন বেশি রাত পর্যন্ত একা একা ঘোরা চলবে না। ছোট শহরে স্কার্টের মতো পোশাক না পরলে ভাল। এগুলি মেনে চললেই তারা নিরাপদে থাকবেন।’‌
মন্ত্রীর মন্তব্যের পর সঙ্গে সঙ্গেই ভারতজুড়ে সমালোচনা শুরু হয়। বাধ্য হয়ে সাফাই দিতে এগিয়ে আসেন তিনি। যুক্তি দেন, নারীদের পোশাক নিয়ে বিশেষ মাথাব্যথা নেই তার। মন্দির–মসজিদের মতো ধর্মীয় স্থানের কথা ভেবেই নাকি স্কার্টের কথা উল্লেখ করেছিলেন!‌
পাশাপাশি নারী পর্যটকদের ট্যাক্সিতে ওঠার সময় গাড়ির নম্বরের ছবি তুলে রাখতেও পরামর্শ দেন তিনি। সেগুলো কয়েকজনকে পাঠিয়ে রাখতে বলেন। যাতে বিপদে পড়লে ওই ছবি ধরেই অপরাধীদের শনাক্ত করা যায়।
নিরাপত্তার বাহানা দেখিয়ে গত বছরও বিতর্কিত মন্তব্য করেছিলেন মহেশ শর্মা। বলেছিলেন, রাত্রিবেলা নারীদের বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। তাহলেই ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনা রোখা যাবে। তার এ মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল।
সানবিডি/ঢাকা/এসএস