হজ্বে গিয়ে ২ খানের দেখা
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১২:১৮:৫৮

পবিত্র হজ্বে গিয়ে দেখা করলেন ২ মহাতারাকা ।একজন হলিউডের সুপারস্টার আমির খান আর একজন প্রতিবেশী পাকিস্তানের ক্রিকেট মাঠের সুপারস্টার বুম বুম শাহিদ খান আফ্রিদি ।সিনেমার জগৎ আর ক্রিকেট খেলার মাঠ ছেড়ে তাঁরা এখন মক্কা-মদিনায় পবিত্র হজ্ব করতে ব্যস্ত ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












