এবার চুরি করবেন কঙ্গনা রানাওয়াত!

প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১৩:০৪:২২


konganaতিনি পর্দায় আসা মানেই নতুন কিছু। ক্যারিয়ারের শুরুর দিকের সেই গ্যাংস্টার অথবা কুইন যাই হোকনা কেন কঙ্গনা রানওয়াতের অভিনয় বা উপস্থিতি মুগ্ধ করে সিনেমা প্রেমীদের। এবার কঙ্গনা প্রেমীদের জন্য রয়েছে সুখবর। কারণ এবার এক নতুন ছবিতে দেখা যাবে কুইন কঙ্গনা রানওয়াতকে। ছবির নাম সিমরন।

ছবিতে কঙ্গনাকে দেখা যাবে ব্যাংক ডাকাতি করতে। ছবিতে কঙ্গনা অভিনয় করেছেন চোরের ভূমিকায়। আমেরিকার আটলান্টায় তাই ছবির ওয়ার্কশপে ব্যস্ত তিনি। বেশকিছু সত্য ঘটনা ওপর নির্মিত হচ্ছে এই ছবি। নার্স সন্দীপ কৌরের ব্যাংক ডাকাতির ঘটনাও দৃশ্যায়িত হবে এই ছবিতে। সূত্র: জি নিউজ

সানবিডি/ঢাকা/এসএস