

অনেক জল্পনা-কল্পনার পর অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাকে নিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের দলও ঘোষণা করেন আর্জেন্টিনা দলের নতুন কোচ এডগার্দো বাউসা। কিন্তু উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে হয়ত আর খেলা হচ্ছে না মেসির। কারণ তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্লাব বার্সেলোনা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন মেসি।
বার্সা এক বিবৃতিতে জানায়, সোমবার পরীক্ষায় মেসির বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা জাতীয় দলে যোগ দেবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে চোটের অবস্থা বুঝে মেসির খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এবারের লা লিগায় এখন পর্যন্ত হওয়া বার্সেলোনার দুটি ম্যাচেই খেলেছেন মেসি। প্রথম ম্যাচে রিয়াল বেতিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিতে জোড়া গোল করেন তিনি। গত রোববার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে অবশ্য কোনো গোল করতে পারেননি।
আগামী ২ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলবে আর্জেন্টিনা। পরে ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনা তারকা।
মেসির ফেরার ঘোষণার পরেই তাকে নিয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলা ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাউসা। কিন্তু মেসির চোট গুরুতর হলে শেষ পর্যন্ত হয়তো দলের সেরা তারকাকে ছাড়াই এই দুই ম্যাচে পরিকল্পনা সাজাতে হবে কোচকে।
সোমবার দিনের প্রথম ভাগে আগুয়েরোর ছিটকে পড়ার খবর জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। পায়ের পিছনের মাংশপেশির চোটে ভুগছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। এর আগেই ছিটকে যান পাস্তোরে।
রাশিয়া বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৩। দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের পয়েন্টও ১৩। চিলি ও কলম্বিয়ার পয়েন্ট সমান ১০, তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ চিলি।