জাতীয় দল থেকে রুনির অবসরের ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ২১:৪২:৪০

রাশিয়া বিশ্বকাপের পর ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন ওয়েন রুনি। কোচ শ্যাম অ্যালারডিস দায়িত্ব নেয়ার প্রথম বারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইংলিশ অধিনায়ক।
রুনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রাশিয়া বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেয়াটা হবে উপযুক্ত সময়। এখনো দুই বছর বাকি। ১৬ বছর বয়সে পেশাদার ফুটবল খেলা শুরু করেছিলাম। এক বছর পর অভিষেক হয় আন্তর্জাতিক ফুটবলে। ১৫ বছর অনেকটা পথ। পরের বিশ্বকাপ আসতে আসতে আমার বয়স ৩৪ বছর হয়ে যাবে। আর্ন্তজাতিক ক্যারিয়ারের প্রত্যেকটা মুহূর্তই আমি উপভোগ করেছি।
আগামী রবিবার স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে নামলেই একটি মাইফলক গড়বেন রুনি। ডেভিড বেকহামকে ছাড়িয়ে ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












