মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশ: ২০১৬-০৮-৩১ ১৭:৪৭:৩৪


Mohamed-Nasheedব্রিটেনে চিকিৎসা শেষে দেশে না ফেরায় কারাদণ্ডপ্রাপ্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার মালদ্বীপ সরকার দেশে ফিরতে ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট নির্ধারিত দণ্ড সম্পন্ন না করায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছে।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পরে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পান নাশিদ। সম্প্রতি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তিনি; সেখানেই তার চিকিৎসা চলছে।

সাবেক এ প্রেসিডেন্টকে গ্রেফতারে দেশটির একটি আদালত পরোয়ানা জারি করেছে। মালদ্বীপ সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।