সুইডেনে একটি স্কুলে হামলার ঘটনায় এক শিক্ষক ও এক ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন গুরুতর আহত হয়েছে। গোথেনবার্গের কাছে দেশটির পশ্চিমাঞ্চলীয় ট্রোলহ্যাটন এলাকার এক স্কুলে বৃহস্পতিবার সকালে এক মুখোশধারী ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা বিবিসি।
তবে ওই হামলার পর হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা ওই হামলা সম্পর্কে তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই হামলাকারীর বয়স ২১। হামলার আগে তাকে ছাত্রদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। ওই হামলায় এক শিক্ষক তলোয়ারের আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া ১৫ বছর বয়সী এক ছাত্র এবং ৪১ বছর বয়সী এক শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারী ট্রোলহ্যাটন এলাকার স্থানীয় বাসিন্দা। তবে পুলিশ এখনও তার নাম প্রকাশ করেনি। ট্রোলহ্যাটন সুইডেনের পশ্চিমাঞ্চলীয় বাণিজ্যিক শহর। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গ থেকে ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ওই হামলা সম্পর্কে এক ছাত্র জানিয়েছে, হামলাকারী একজন মুখোশধারী ছিল। সে যোদ্ধাদের মত একটি তলোয়ার নিয়ে হাঁটাহাঁটি করছিল। পুলিশকে স্থানীয় সময় সকাল ১০ টা ১০ মিনিটে ওই হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
দ্য ক্রোনান নামের ওই স্কুলটিতে প্রায় ৪শর মত ছাত্র ছিল। এদের বয়স ৬ থেকে ১৫ বছর। এদের মধ্যে বিদেশী ছাত্রও ছিল। ওই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনের আগে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুইডেনের জন্য এটি একটি ‘কালো দিন’। কেননা সুইডেনে স্কুলে হামলার ঘটনা একেবারেই ঘটে না। বিশ বছর আগে এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছিল।
সানবিডি/ঢাকা/এসএস